সাবিলা নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী
- By Joy Biswas
- Category: News
- No comment
- Hits: 174
আসছে ঈদের জন্য বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর।আপনি যদি তার ভক্ত হোন তাহলে আপনার জন্য রয়েছে এক খুশির খবর। ক্যারিয়ারে সবচেয়ে বেশি ঈদ নাটক করেছেন এবারের ঈদে।
Sabila Noor
Source: Priyo.com
গত ঈদে তার অভিনীত নাটক ছিল কেবল একটি। তাছাড়া কোনো ঈদেই রুপোলি পর্দায় তেমন দেখা যেতোনা এই জনপ্রিয় অভিনেত্রীকে। কিন্তু এবারের ঈদে এখন অব্দি ১৪টি নাটক করে নিজের ক্যারিয়ারে সবচেয়ে বেশি ঈদ নাটক করলেন সাবিলা নূর।
আরো সময় আছে ঈদের আগে। আশা করি নাটকের সংখ্যা আরো বাড়বে। তার সাথে এবারের ঈদ নাটকগুলো করতে জুটি বেধেছেন মোশাররফ,নিশো,সাজ্জাদ,জোবান সহ আরো অনেকেই।
এই ঈদ নাটকগুলো নিয়ে সাবিলা নূরের বক্তব্য :
আমি এবারের নাটকগুলোতে সবচেয়ে বেশি যেটা চেয়েছি সেটা হল সবার সাথে সুন্দরভাবে রসায়ন গড়ে তুলতে ।আর সমসাময়িক নাটকের গল্পগুলো থেকে এবারের নাটকগুলোর গল্পগুলো একটু আলাদা। আর আমি মন থেকে এইরকম নতুন স্বাদের গল্পের উপর কাজ করতে চাই। আশা করি দর্শকগন উপভোগ করবেন
এবার জেনে নেওয়া যাক আরেকটি মজার কথা।
সাবিলা নূর নিজের অভিনীত নাটকগুলো নিজে কখনোই দেখেন না।আপনি কিছুটা কৌতুহলী হয়ে বলবেন যে, তাহলে তার অভিনয়ের সফলতাগুলো আর ভুলটুকু কিভাবে উপলব্ধি করেন?
( আরো দেখুনঃ অপর্ণা ঘোষকে দেখা যাবে মালতি চরিত্রে )
এই কাজে যে সাহায্য করেন তিনি হলেন তার নূরের মা। নিজের নাটক দেখেন না তো কি হয়েছে? তার মা ধরিয়ে দেন তার মেয়ের অভিনয়ের সফলতাগুলো আর ভুলটুকু।
তাহলে বলা যেতেই পারে,সাবিলা নূরের ভক্তদের মাঝে স্বস্তির বাতাস বইবে এবারের ঈদে।